ময়মনসিংহের ভালুকায় দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করার সময় ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে উপজেলার ভাওয়ালিয়া বাজার এলাকার হেলালের মুদির দোকানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে উপজেলার ভাওয়ালিয়াবাজু বাজারে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মুদির দোকানের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দোকান মালিক হেলাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা পিক-আপ ভ্যানে মালামাল উঠানোর সময় হেলাল উদ্দিনের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এসময় ডাকাতদল পিক-আপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাত ভালুকা উপজেলা নয়নপুর গ্রামের মোবারক (৪০) ও ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের ফরহাদ উদ্দিন (৩৫) পিক-আপ ভ্যানে উঠতে পারেনি। পরে তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। অন্য ডাকাতরা মাল ভর্তি পিক-আপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল