'শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো' এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় ২ দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।
রবিবার দুপুরে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
প্রাইমারী ট্রেনিং ইন্সিটিটিউট (পিটিআই) বগুড়া চত্বরে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা মেলার উদ্বোধন করে বগুড়া জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুনাহার ও পিটিআই সুপার আইয়ুব আলী প্রমুখ।
শিক্ষা মেলায় বগুড়ার ১২টি উপজেলা থেকে শিক্ষার নানা উপকরণ নিয়ে ১২টি স্টল সাজানো হয়েছে। ছোট ছোট শিক্ষার্থী স্টল গুলো ঘুরে ঘুরে দেখছেন।