কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে আবদুর গফুর নামে এক ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ।
গ্রেফতার গফুর সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আবদু জব্বারের ছেলে।
তিনি জানান, রবিবার ভোরে নিজ বাড়িতে অবস্থান করার খবর পেয়ে পুলিশের এসআই কাজি আবদুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে গফুরকে গ্রেফতার করে। পরে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব