সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ রবিবার নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এদিন দুপুরে ক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন করেন। পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু, সামছুল হাসান মিরন, ফুয়াদ হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু নাছের মঞ্জু, সাপ্তাহিক নোয়াখালীর সম্পাদক মীর মোশাররফ হোসেন মিরন প্রমুখ।
বক্তারা শিমুলের হত্যাকারী শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ