চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি গ্যারেজে দুই কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহারের অনুমোদন নিয়ে ১৯ কিলোওয়াট ব্যবহার করায় ওই গ্যারেজ থেকে ৩০টি ব্যাটারি, ১০টি চার্জার এবং দুইটি মিটার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
ওই গ্যারেজে আবাসিক বিদ্যুতের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভিত্তিতে রিক্সায় চার্জ দেওয়া হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানকালে উপস্থিত পিডিবির প্রকৌশলী আমাদের জানান, এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে ছোট একটা কারখানা চালানো যাবে। অথচ সংযোগকালীন তারা অঙ্গীকারনামায় ফ্যান, বাতি, টেলিভিশন, ফ্রিজ চালানোর কথা উল্লেখ করেছেন। অথচ তা না করে বিদ্যুৎ বিক্রি করছেন। অভিযানকালে মালিককে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ