ঝিনাইদহে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আফরোজা খাতুন নামের এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আজ রবিবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহন একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকান ঘর নামকস্থান পৌছালে সেখানে একটি মটরসাইকেলকে সাইড দিতে যায়। এ সময় যাত্রীবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের যাত্রী শৈলকুপা মহিলা কলেজের শিক্ষিকা আফরোজা খাতুন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব