বাগেরহাটের রামপালে দাখিল পরীক্ষায় পরিক্ষার্থী ও অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র সচিব মাওলানা ওলিয়ার রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রামপাল উপজেলার খেজুরমহল তছিরিয়া রশিদিয়া আলীম মাদ্রাসার চার পরীক্ষার্থী ও ওই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আ. সালাম মাওলানা ওলিয়ার রহমানের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগে বলা হয় ২ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষায় মো. শফিউল্লাহ কাজী, মো. নাসির উদ্দিন, মো. আরীফুল ইসলাম ও মো. ইমরান হোসেন রামপাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দের ১নং কক্ষে পরীক্ষায় অংশ নেয়। ওই পরীক্ষায় পুরাতন চার জন পরীক্ষার্থীকে নতুন প্রশ্নে (৩০ মার্কের এমসিকিউ ও ৬০ মার্কের সৃজনশীল) পরীক্ষা নেওয়া হয়। এতে তারা প্রত্যেকে ১০০ নম্বরের পরিবর্তে মোট ৯০ নম্বরের পরীক্ষা দিতে বাধ্য হয়। পরীক্ষা চলাকালীন ওই ছাত্ররা কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করে সমাধান চান। কেন্দ্র সচিব সমস্যার সমাধান না করে ৯০ নম্বরের উত্তর দেওয়া উত্তরপত্র সীলগালা করে বোর্ডে পাঠিয়ে দেন। এতে ওই ছাত্ররা ১০ নম্বরের উত্তর না দিতে পারায় ক্ষতিগ্রস্থ হয়ে প্রতিকারের জন্য কেন্দ্র অধিকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বাগেরহাট বরাবর অভিযোগ করেন। তিনি বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ