Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০৯
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫২

সিলেটে পৌঁছেছে সুরঞ্জিতের মরদেহ

অনলাইন ডেস্ক

সিলেটে পৌঁছেছে সুরঞ্জিতের মরদেহ
সংগৃহীত ছবি

সদ্যপ্রয়াত দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে পৌঁছেছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তার মরদেহ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

জেলার দিরাইয়ে নিজ জন্মভূমিতে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্দেশে রওয়ানা হয়। সেখান থেকে হেলিকপ্টারে সুনামগঞ্জের পথে নেওয়া হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুল ইসলাম, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ও ব্যারিস্টার ইমাম।

এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত ৪টা ২৪ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য