সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সদ্যপ্রয়াত দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জন্মস্থান সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ১২টায় সিলেট থেকে মরদেহ হেলিকপ্টারে করে সুনামগেঞ্জের উদ্দেশে রওনা করা হয়।
এর আগে বেলা ১১টায় ঢাকা প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ নেতাকে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।
জেলার দিরাইয়ে নিজ জন্মভূমিতে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত ৪টা ২৪ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম