দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন করেছে কালকিনির সাংবাদিকবৃন্দ।
আজ সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের কালকিনি প্রতিনিধি মো. মিজানুর রহমান, কালকিনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, খন্দকার শামীম হোসাইন, বর্তমান সাধারন সম্পাদক মো. জাফরুল হাসান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বি.এম হানিফ, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, সমাজসেবা সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাহিদ, সাংবাদিক হারুন অর রশীদ, মাসুদ রানা কাইয়ুম, মহিউদ্দিন বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা