কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে কেবলমাত্র আ.লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়ার নিকট আ.লীগ প্রার্থী এবিএমএ বাহার এ মনোনয়নপত্র দাখিল করেন। গত ৬ ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আ.লীগ প্রার্থী ব্যতীত অন্য কেহ মনোনয়ন ক্রয় বা জমা দেননি বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়।
এদিকে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার পূর্বে উপজেলা আ’.লীগ এক মিলাদ মাহফিলের আয়োজন করে। পৌরসভা মিলনায়তনে আয়োজিত মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, আ.লীগ নেতা আবুল খায়ের, মমিনুর রহমান ফটিক, জিএম মীর হোসেন মিরু, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শাহ জালাল মজুমদার, জাহিদ হোসেন টিপু, মাহবুব হোসেন মজুমদার, খলিলুর রহমান মজুমদার, মোশারেফ হোসেন, জানে আলম, একরামুল হক, জয়নাল আবেদীন খোরশেদ, মাহফুজ আলম, কাজী জাফর ও জাফর ইকবাল, যুবলীগ নেতা মহিবুল আলম মজুমদার কানন ও ইদ্রিস মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারীর মৃত্যুজনিত কারণে এ পদটি শূন্য হয়।