বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ জাহিদ হোসেন কামাল (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে আর্মড ব্যাটেলিয়ন পুলিশ (এপিবিএন)। আজ বৃহস্পতিবার দুপুরে আটক কামাল ওই এলাকার মৃত রশিদ তালুকদারের ছেলে।
এপিবিএন'র এএসআই ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানা এলাকার জাহিদের বাসায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেন তারা। এ সময় জাহিদ পালিয়ে যাবার চেষ্টা করলে তাকেও আটক করা হয়। এ ঘটনায় এপিবিএন'র এসআই বেলাল বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার