সমকাল পত্রিকার সাংবাদিক শিমুলকে গুলি করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন করেছে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় নকলা ঝুমুর হল চত্তরে নকলা উপজেলা প্রেস ক্লাব, নকলা প্রেস ক্লাব ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এ্যসোসিয়েসন নকলা উপজেলা শাখার যৌথ আয়োজনে ওই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় হযরত আলী, মোঃ মোশারফ হোসেন, শফিউল আলম লাভলু, মোশাররফ হোসেন সরকার বাবু, আলহাজ্ব মাহবুবর রহমান, ইউসুফ আলী মন্ডল, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, আনার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।