চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষণ, অগ্নিসংযোগ, এসএসসি পরিক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহার ও সহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাঙ্গালি ছাত্র পরিষদ।
বৃহষ্পতিবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের এই সংবাদ সম্মেলন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহ সভাপতি মাইন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো: আলকাছ আল মামুন ভূইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ন সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা গুলি বর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরিক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইউপিডিএফ জেএসএস’র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ ৮দফা দাবি পেশ করা হয়। সংবাদ সম্মেলনে দাবি আদায়ের লক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেন।