দিনাজপুরের বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় জগেন্দ্র নাথ (৪৫) এবং মো: শফিকুল ইসলাম (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
জগেন্দ্র নাথ জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা এবং শফিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডগরাই খাটিয়া দিঘী গ্রামের তজি মোহাম্মদের ছেলে।
বীরগঞ্জ থানার এসআই মো: আনোয়ারুল ইসলাম জানান, জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা জগেন্দ্র নাথ নীলফারী হতে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের লাটের হাট নামক স্থানে পাগলু এবং রিক্সাভ্যান মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে বুধবার বিকেল সাড়ে ৩টায় বীরগঞ্জের সাতোর ইউনিয়নের ডগরাই খাটিয়া দিঘী গ্রামের মোটরসাইকেল নিয়ে বাড়ি হতে বাজারে আসার পথে তজি মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম মটর সাইকেল সহ রাস্তার ধারে পড়ে যায়। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।