লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদিক বিক্রেতার নাম বকুল আলী (২০)। বকুল আলী ওই এলাকার দীঘলটারী মাঝিপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে মান্নানের চৌপতি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে বকুল আলীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২