নারায়ণগঞ্জের ফতুল্লায় একদল বখাটে একটি মন্দিরে হামলা চালিয়েছে। কালিপূজার উৎসব চলার সময় নাচতে না পেরেই এই বখাটের দল ফতুল্লার যমুনা ডিপোর পাশে অবস্থিত ঋষিপাড়া কালি মন্দিরে ভাংচুর চালায়। এ সময় নারীসহ চারজন আহত হয়। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এ ঘটনা ঘটে।
বখাটেদের এই হামলায় আহতরা হলেন পারুল রানী (৬০), গণেশ দাস (৪৫), সাগর (৩৫) ও রতন (৩০)।
আহত গণেশ দাস জানান, "মন্দিরে কালিপূজার উৎসব চলছিলো। শিশু-কিশোর, নারী-পুরুষ সবাই সেই উৎসব মেতে উঠে। এ সময় স্থানীয় বখাটে যুবক সিয়াম ও তানভিরসহ প্রায় ১০ থেকে ১৫ জন মন্দিরে এসে হাজির হয় এবং কাউকে কিছু না বলেই নাচতে শুরু করে। এ সময় তাদের বার বার চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু সেই অনুরোধ তারা শোনেনি। এক পর্যায়ে আমরা মিউজিক বন্ধ করে দিলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে হাড়ি পাতিল ভাংচুর করে চারজনকে মারধর করে।"
ফতুল্লা মডেল থানার এসআই ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চলছে। তবে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯