মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সাহারবাটি গ্রামের চারচারা মোড় এলাকার বীজ ব্যবসায়ী হাফিজুর রহমানের দোকানের সামনে থেকে হাতবোমাটি উদ্ধার করা হয়।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা হাতবোমাটি রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম