যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আজ শুক্রবার ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল-পুটখালী সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কাজিপাড়া গ্রামের প্রেমচাঁদ মৃধার ছেলে পবিত্র কুমার মৃধা (৫৫), তার স্ত্রী সবিতা রানী (৪৫), রায় মোহনের স্ত্রী কাঞ্চন মালো (৪০), নিকুঞ্জের স্ত্রী দীপা রানী (২৫), নিতাই মজুমদারের ছেলে উত্তম মজুমদার (৩০) ও মাদারীপুরের রাজৈর থানার নিরোধ রায়ের ছেলে নিখিল রায় (৩৫)।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, আটকরা প্রত্যেকে ভারতের বোম্বায় শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম