বরিশালে দুইটি ট্রলারে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। আজ শুক্রবার সকালে কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে অভিযানে জাটকা নিধন বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার আনিসুর রহমান-পিপিও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ট্রলারে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো ভোলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল।
পরে জাটকাগুলো কীর্তনখোলা নদীর রসুলপুর বস্তি, বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম