নওগাঁর পোরশা উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রোমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালের দিকে তাকে আটক করা হয়।
আটক রোমান উপজেলার বিষ্নপুর গ্রামের নুরুল হুদার ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছু পরে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে হাতেনাতে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে ১টি আমেরিকান পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পাওয়া যায়। রোমান আঞ্চলিক অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আটক ওই যুবকের বিরুদ্ধে পোরশা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম