ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৪৫) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশ্মান ঘাট ব্রিজের নিচ থেকে মরেদহটি উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি শশ্মান ঘাট ব্রিজের নিচে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম