দিনাজপুরে পুলিশি অভিযানে ২০ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানকালে পুলিশ ৩৪৩ বোতল ফেনসিডিল, ১০৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে।
আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম