Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:২৬
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩৩

'ভুল রাজনীতির কারণে বিএনপি হতাশাগ্রস্ত'

অনলাইন ডেস্ক

'ভুল রাজনীতির কারণে বিএনপি হতাশাগ্রস্ত'
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, 'ভুল রাজনীতির কারণে বিএনপি হতাশাগ্রস্ত। এ হতাশাগ্রস্ততার কারণে তারা বার-বার বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন।'
 
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ আরও বলেন, দশম জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ছিল ভুল সিদ্ধান্ত। এই ভুলের দায়ভারটা তারা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন। নবনিযুক্ত নির্বাচন কমিশন সততার সাথে দায়িত্ব পালন করবেন- এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যুক্তিসংগত নয়।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসা সবুজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। পরে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।

এরপর দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার তার নির্বাচনী এলাকার আলামপুর ইউনিয়নের ফুলবাড়িয়া, আলামপুরসহ অন্তত ১০টি স্পটে বিভিন্ন বাড়িতে মহিলা ও পুরুষদের নিয়ে উঠান বৈঠকে মিলিত হন।

বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য