পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম শীর্ষ নেতা প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালিয়ে ৭৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। তবে এ সময় ওই ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের জামতলী এলাকায় অবস্থিত তার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় চাঁদার রশিদ, চাঁদার টাকা খরচের হিসাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্বার করা হয়। তবে ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান জানিয়েছেন, অভিযান টের পেয়ে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসা পালিয়ে গেছেন। তবে, তার বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৭৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ