মাদারীপুরের শিবচরে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি মেছো বাঘ আটক করে বন বিভাগে হস্তান্তর করেছে গ্রামবাসী।
শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সৈজদ্দিন মাদবরকান্দি গ্রামের খুরশেদ মোড়লের বাড়ি থেকে এটিকে আটক করা হয়। শুক্রবার সকালে বাড়ির লোকজন মেছো বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে একটি লোহার খাঁচায় বন্দি করে বন বিভাগে খবর দেয়। দুপুরে বন বিভাগের কর্মকর্তারা এসে মেছো বাঘটি নিয়ে যান।
মাদারীপুর বন বিভাগের অফিস সহকারী সুমন আহমেদ বলেন, বন বিভাগ প্রায় দুই হাত লম্বা বাঘটিকে ঢাকার চিড়িয়াখানায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা