নেত্রকোনা পৌর শহরের মালনী পাটপট্টি এলাকায় শুক্রবার ভোররাতে অগ্নিকান্ডে একটি বসতঘরসহ দুইটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে নেত্রকোনা ফায়ার ওয়ার ইন্সপেক্টর নির্মল চন্দ্র দাসকে প্রহার করে। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী ও ফায়ার ষ্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে শহরের মালনী পাটপট্টি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নেত্রকোনা ইউনিট গিয়ে আগুন নিয়েন্ত্রনে আনে। এসময় একটি বসতঘর ও দুইটি মুদি দোকান পুড়ে যায়। একটি গরু অগ্নিদগ্ধ হয়।
এদিকে আগুন নিয়ন্ত্রনে আনতে আনতে তিনটি ঘর পুড়ে যাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের উপর চড়াও হয়। এতে ষ্টেশন ইন্সপেক্টর নির্মল চন্দ্র দাস আহত হন।
নেত্রকোনা ফায়ার ষ্টেশনের উপ-পরিচালক প্রাণনাথ সাহা জানান, নিয়মমতোই অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রনের কাজ করছিল। এর মধ্যেই স্থানীয়রা এই কান্ডটি ঘটায়। এটা অত্যন্ত দুঃখজনক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ