মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার পূর্ব চর কয়ারিয়া গ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মো. আতাউর আকন(৩০) নামের এক যুবকের বিরুদ্ধে মাদারীপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে কোর্ট বিষয়টি তদন্তের জন্য কালকিনি থানায় প্রেরণ করেছে।
মামলার বিবরণ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ব চর কয়ারিয়া গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে একই গ্রামের লালমিয়া আকনের ছেলে আতাউর আকন কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে সে সাড়া না দেয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে আতাউর আরও তিন জনকে সঙ্গে নিয়ে গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে মামলার আসামি মো. আতাউর আকন বলেন, মামলার কথা শুনেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক উক্ত মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ