সিলেটে সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই ও খোজারখলা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত চার পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি রাস্তায় গেট নির্মাণ নিয়ে লাউয়াই ও খোজারখলা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শুক্রবার সকালে খোজারখলা গ্রামের লোকজন ওই রাস্তার উপর গেইট নির্মাণ কাজ শুরু করেন। রাস্তাটি নিজেদের দাবি করে জুম্মার নামাজের পর লাউয়াই গ্রামের লোকজন গিয়ে নির্মাণাধীন গেইটের পিলার ভেঙে ফেলেন।
একপর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলিরও শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড শর্ট গানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার বাসুদেব বণিক।
স্থানীয় জনপ্রতিনিধি বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীব হোসেন ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া এবং সিটি করপোরেশনের কাউন্সিলর তাকবির হোসেন পিন্টু জানিয়েছেন, সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষ নিয়ে সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা