পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধের নাম হামেদ হাওলাদার (৬৫)। হামেদ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর বাড়ির পাশে মাহফিল শুনতে যান হামেদ। পরে রাতে তিনি আর বাড়ি ফিরেননি। সকালে স্থানীয়রা বাড়ির পশ্চিম পাশের মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়।"
তিনি আরও জানান, "পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪