সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় মাহফুজুর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সে তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের খালকুলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, "বিকেলে খালকুলা বাজার এলাকায় মাহফুজুর রহমান রাস্তা পার হবার সময় নাটোর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮