দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরে যাত্রীবাহী বাস চাপায় মানু কিস্কু (৩০) নামে এক আটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
নিহত মানু কিস্কু জেলার বীরগঞ্জ উপজেলার পৌর শহরের মাকড়াই গ্রামের মৃত জোসেফ কিস্কুর ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম জানান, "বিকেলে অটোরিক্সা যোগে বীরগঞ্জ উপজেলার পৌর শহরের মাকড়াই গ্রামের মৃত জোসেফ কিস্কুর ছেলে মানু কিস্কু সদ্য বিবাহিত স্ত্রীসহ শ্বশুর বাড়ী দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় দিনাজপুরগামী একটি বাস পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে মানু কিস্কু পাকা মহাসড়কে পড়ে যায়। এসময় বাসটি চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।"
তিনি আরও জানান, "প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০