শাহজাদপুর পৌর মেয়র মিরুর গুলিতে নিহত সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রীর কাছে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুনের হাতে নিয়োগপত্রটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলিমুন রাজীব, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া, সাংবাদিক বিমল কুমার ও মাসুদ পারভেজ প্রমুখ।
গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলি লেগেছিল শিমুলের শরীরে। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শুক্রবার তার মৃত্যু হয়।
গত শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিক শিমুলের বাড়ীতে গিয়ে তার স্ত্রীকে চাকরি দেয়ার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা