বরিশাল নগরীর কাশীপুর বিল্ববাড়ী এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী পুড়ে মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, "ভাই-বোনদের সাথে মানসিক প্রতিবন্ধি শহিদুল ওই এলাকায় একটি খুপড়ি ঘরে বসবাস করতো। মানসিক রোগী হওয়ায় তার স্ত্রী ও সন্তানরা ঢাকায় বসবাস করছে। গত বৃহস্পতিবার রাতে শহিদুল নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে দেয়। বাসার লোকজন টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।"
তিনি আরও জানান, "এ ঘটনায় তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় নেয়ার পথে শহিদুল মারা যায়।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২