ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে ২০যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহন (ময়মনসিংহ-ব- ১১-০০৪৩) কে পিছন দিক থেকে আসা এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৫৩৪৯) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।
আহতের মধ্যে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়মনসিংহের পপি আক্তার (২৯), জয়নাল আবেদীন (৪৮), জাকির হোসেন (৪০), ফাতেমা আক্তার (৩০), নাদিয়া (২৭), জামালপুরের ফারজানা (২৭), তাকওয়া (৫), ফুলপুরের রফিকুল (২৭), সিয়াম (৭) নেয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্য থেকে গুরুতর আহতাবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫