ফরিদপুরের মধুখালীতে আজ বিকাল ৪টার দিকে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দু'জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার