'জঙ্গিবাদ রুখব সোনার বাংলা গড়ব' এ স্লোগানে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভি।
মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা গড়তে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদককে প্রতিরোধ করার অঙ্গীকার করেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রুখতে পুলিশের পক্ষ থেকে সকলের কাছে তথ্যভিত্তিক সহযোগিতা চাওয়া হয়।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা