আন্তজার্তিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে লালমনিরহাট শহরের মিশনমোড় চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃআলাউদ্দিন খান এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
'নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে এই নারী দিবস সফল করার জন্য বিভিন্ন নারী সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, জেলা পরিষদের মহিলা সদস্য মেহেরুন নাহার মেরী প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/এনায়েত করিম