“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন বেসরকারি সংগঠন। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঘন্টাব্যাপী এ মানবন্ধন পালন করে।
এতে অংশ নেয় মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক, আরডিআরএস, পল্লীশ্রী এবং এইড কুমিল্লাসহ বিভিন্ন নারীবাদী সংগঠনের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানের সুবিধাভোগী সদস্যরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ