“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে দিবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রবিবার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব