বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুল হান্নান (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হান্নান শাজাহানপুর উপজেলার সাজাপুর কালাইহাটা পাড়ার মৃত হাছেন আলীর ছেলে।
রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে।
বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, মাঝিড়া মাছের আড়ৎ-এ কাজ শেষে মহাসড়ক পার হবার সময় বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুল হান্নান ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব