সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের দু’দিন পর যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় সাব্বির (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ এনায়েতপুর বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। সাব্বির গোপরেখী টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে বেলকুচি উপজেলার শালদাইড় গ্রামের মো. রঞ্জু সেখের ছেলে। তবে বর্তমান সে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় বসবাস করছিল।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, গত শুক্রবার দুপুরের দিকে বেড়াতে যাবার কথা বলে বাবার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ওইদিন রাতে তার বাবা রঞ্জু সেখ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ অবস্থায় রবিবার বিকেলে এনায়েতপুর বেড়েবাঁধ এলাকায় সাব্বিরের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ