যশোর শহরের টাউন হল ময়দানে জিন্স ফ্যাশন নামে একটি দোকানের সামনে বাপ্পা (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পা মতলেব হোসেনের ছেলে। তার মা ফুলি বেগমের বর্তমান স্বামী শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার রফিকুল ইসলাম রফিক। রফিক একটি চায়ের দোকান চালান। সেই দোকানে বাপ্পা তাকে সহযোগিতা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তার বুকে তিন দফা ছুরি মেরে পালিয়ে যায়। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
নিহত বাপ্পার মা ফুলি বেগম জানান, সকালে এক যুবক মোবাইল ফোনে বাপ্পাকে হত্যার হুমকি দিয়েছিল।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব