কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণের ৩৬ হাজার অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রবিবার বিকেলে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। আটককৃত অন্য পণ্য হলো- ১৩৩ বোতল হুইস্কি ও সাড়ে ৫ কেজি গাঁজা।
বিজিবি ১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শহীদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ