আট দফা দাবিতে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাঁচটি বাঙালি সংগঠন। আট দফা দাবির মধ্যে রয়েছে- রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে পার্বত্য কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করা ইত্যাদি।
রবিবার রাতে পার্বত্য বাঙালি সংগঠগুলোর পক্ষ থেকে হরতাল পালনের আহ্বান জানিয়ে জেলা শহরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাব্বির আহম্মদ ও পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান বলেন, আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনগুলো নিয়মিত আন্দোলন করে আসছে।
এ হরতাল পালনের মাধ্যমে সাংবিধানিক সম-অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনকে বেগবান করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ