বরগুনা শহরের ডিকেপি সড়ক এলাকায় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটককৃত দুই যুবক হলো, ওই এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে নয়ন ও বেলায়েত হোসেনের ছেলে ইমাম হোসেন।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনশ’ ৫০ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিলসহ নয়ন ও ইমামকে আটক করা হয়। এ ব্যাপরে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার