নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের সতরশ্রী বাজারে রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুই যুবক হলো, উপজেলার বরমী গ্রামের রতন সরকারের ছেলে বিকাশ সরকার (৩০) ও নিপেন্দ্র সরকারের ছেলে পলাশ সরকার (৩২)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এ ঘটনায় তারা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের সঙ্গে বড় কোন চক্র জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার