বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় অধিকাংশ কেন্দ্রেই ভোটের উপস্থিতি খুবই কম।
মোরেলগঞ্জ পৌরসভার আ. আজিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫টি বুথে ভোট পড়েছে ১১টি। ভোটারদের লাইন ছিলো পুরোপুরি ফাঁকা। শুধুমাত্র দু'জন আনসার সদস্য দাড়িয়ে আছেন লাইনে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫শ’ ৮ জন। আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম এই কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
তেলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭টি বুথে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৮টি। এখানে মোট ভোটার ২৪শ’ ৯০ জন।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বারইখালী হাজী ইব্রাহিম স্মৃতি দাকিল মাদ্রাসা কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান খান।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব