মেহেরপুরের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে পিকনিকের ছয়টি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা এই ছয়টি বাস থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার লুটে নেয়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
বাসযাত্রী গোলাম মোস্তফা জানান, রবিবার মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ থেকে ছয়টি বাস নিয়ে নঁওগার পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহারে শিক্ষা সফর শেষে মেহেরপুরে ফিরছিল। এরপর রাত তিনটার দিকে শুকুরকান্দি এলাকায় পৌঁছালে রাস্তায় ওপর গাছ ফেলে অস্ত্রের মুখে বাসযাত্রীদের জিম্মি করে ডাকাতরা। এসময় ডাকাতদল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতদল পালিয়ে যায়। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।"
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১