লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ দুই বছর পর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে পাপেল মাহমুদকে সভাপতি এবং তারেক আজিজ জনিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রাত ৮ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এ কমিটির অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য রায়পুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। অচিরেই রায়পুর সরকারি কলেজ ও পৌর কমিটি ঘোষণা করা হবে। উপজেলার নতুন কমিটির নেতাদের সমন্বয় করে ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার জন্য বলা হয়েছে।
পাপেল মাহমুদ বর্তমানে জেলা ছাত্রলীগের উপ-সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উত্তর চর আবাবিল ইউনিয়নের যুগ্ন আহবায়ক ছিলেন। তাকে সভাপতি নির্বাচিত করায় হায়দরগঞ্জ ও রায়পুরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
তারেক আজিজ জনি চরমোহনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা